তাহিরপুর (সুুনামগঞ্জ) প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শিশু সমাবেশ, আনন্দ র্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে আনন্দ র্যালীটি উপজেলার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় র্যালীতে অংশ গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাসান উদ দোলা, অতিরিক্ত পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) মোঃ সহিদুর রহমান, তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ তরফদার, ওসি তদন্ত সোহেল রানা, বীর মুক্তিযোদ্বা রফিকুল ইসলাম, উপজেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি আলী মর্তুজা, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা প্রেসক্লাব সভাপতি ও উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, খাদ্য গোদাম কর্মকর্তা মোহাম্মদ মফিজুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা শহীদুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। র্যালী শেষে উপজেলা বঙ্গবন্ধু ডিজিটাল কর্নারে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম বার্ষিকী ও শিশু দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের ষ্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবিরসহ অন্যান্যরা।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment