টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা শেষ আটে টিকিট যে পাবে এ আর এমন কি! কিন্তু কথাটি চেলসির জন্য অন্তত এই মুহূর্তে একবার হলেও ভাবতে হবে। কারণ ইংলিশ ক্লাবটির ভবিষ্যৎ যেখানে দ্যোদুল্যমান, সেখানে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন হওয়ার পরও দলের খেলোয়াড় থেকে শুরু করে স্টাফদের মানসিক অবস্থার কথা বিবেচনা করেও প্রশ্ন থেকে যায় এবারের ইউরোপ সেরার লড়াইয়ে কতদূর যেতে পারবে চেলসি।
তবে সবকিছু ছাপিয়ে ফরাসি ক্লাব লিলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠে গেল টমাস টুখেলের শিষ্যরা। মূলত ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু পর থেকেই চেলসির রুশ মালিক রোমান আব্রামোভিচের ওপর ব্রিটিশ সরকারের নিষেধাজ্ঞার কারণে প্রিমিয়ার লিগের দলটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।
কিন্তু লন্ডনের ক্লাবটির মাঠের পারফরম্যান্সে এসবের কোন প্রভাব পড়েছে বলে মনে হয় না। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে বুধবার রাতে লিলের বিপক্ষে মাঠে নামে চেলসি। প্রথমে পিছিয়ে পড়েও দুই অর্ধে দুই গোলে প্রতিপক্ষের মাঠে ২-১ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে ইংলিশ জায়ান্টরা। শিরোপাধারীরা প্রথম লেগে ২-০ গোলে জেতায় দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় শেষ আটের টিকিট কাটে।
ম্যাচের প্রথম গোলটি পায় স্বাগতিকরা। জর্জিনিয়োর হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টি পায় লিল। ৩৮তম মিনিটে স্পট-কিকে দলকে এগিয়ে নেন লিলের বুরাক ইলমাজ।
পেনাল্টির পেছনে অবদান রাখা জর্জিনিয়োর থ্রু বল পেয়ে প্রথমার্ধের শেষ সময়ে গোল করে দলকে সমতায় ফেরান ক্রিস্টিয়ান পুলিসিক। বিরতির পর আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পায় লিল। কিন্তু ৬৪তম মিনিটে কর্নার থেকে করা শেকার হেড পোস্টে লেগে ফিরে আসে। এর সাত মিনিট পর এগিয়ে যায় চেলসি। ম্যাসন মাউন্টের ক্রস থেকে ভলিতে গোল করেন সেসার আসপিলিকুয়েতা।