সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে সরকারের কাছে আবেদন করেছে পরিবার। একইসঙ্গে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়ার অনুমতিও চাওয়া হয়েছে। গত সপ্তাহে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই আবেদন করেন। বিএনপি চেয়ারপারসনের পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। সেই দিনই তাকে কারাগারে পাঠানো হয়। মহামারি করোনা পরিস্থিতিতে ২০২০ সালের ২৫শে মার্চ দুই শর্তে সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিত করে মুক্তি দেয়া হয় তাকে। শর্তগুলো হলো: তিনি বাসায় থেকে চিকিৎসা নিতে পারবেন এবং বিদেশে যেতে পারবেন না। এরপর থেকে গুলশানের বাসায় অবস্থান করছেন সাবেক এই প্রধানমন্ত্রী।
করোনা আক্রান্ত হওয়ার পর শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় কয়েকদফা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মুক্তি দেয়ার পর ৬ মাস করে চারবার খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়েছে সরকার। আগামী ২৪শে মার্চ চলতি মেয়াদ শেষ হবে।