হাসপাতাল থেকে সুস্হ হয়ে বাসায় ফিরেছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড,এ কে আব্দুল মোমেন এমপি। মন্ত্রীর শারীরিক অবস্হা স্হিতিশীল থাকায় ও তাঁর শরীরে প্রয়োজনীয় চেকআপের ফলাফল সন্তোষজনক হওয়ায় চিকিৎসকদের সিদ্ধান্তে মঙ্গলবার দুপুরে তিনি হাসপাতাল ত্যাগ করেন। তিনি এখন পুরোপুরি সুস্হ আছেন। এর দুইদিন আগে রবিবার (১৩ মার্চ) রাষ্ট্রীয় সফর শেষে তুরস্ক থেকে ফেরার পথে তিনি বিমানে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন,সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নামার সাথে সাথে তাকে সরাসরি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ নিয়ে যাওয়া হয়।সেখানে দুইদিন চিকিৎসা নিয়ে তিনি সুস্হ হয়ে বাসায় ফিরেছেন। মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে এতথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী মিসেস সেলিনা মোমেন।তিনি পররাষ্ট্রমন্ত্রীর অসুস্থতার খবর শুনে দেশবিদেশে যারা খুঁজ খবর নিয়েছেন,তাঁর সুস্হতা কামনা করে দোয়া করেছেন, পরিবারের পক্ষ থেকে তিনি সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।