শেখ জহিরুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ):
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মোজাম্মেল-এনামুল- সালাম পরিষদ ও সিদ্দিক- রিয়াজ- রায়হান পরিষদ প্রতি প্যানেলে ১৯জন করে গত ১০ই মার্চ মনোয়নপত্র দাখিল করেন। ১২ই মার্চ মনোনয়নপত্র যাচাই বাচাইয়ে সিদ্দিক, রিয়াজ, রায়হান পরিষদের সকল প্রার্থীর ক্রটির কারণে মনোয়নপত্র বাতিল করেন নির্বাচন কমিশন। ১৪ই মার্চ প্রতীক বরাদ্দের দিন মোজাম্মেল-এনামুল- সালাম পরিষদকে বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার আজহারুল ইসলাম খাঁন সিদ্দিক। মোজাম্মেল-এনামুল- সালাম পরিষদ পরিচিতি সভাপতি মোজাম্মেল হোসেন খান, সহ-সভাপতি আবুল হাসেম, সহ-সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক এনামুল হক, সহ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, আব্দুল বারী খান, সহ সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম সরকার, সহ- সাংগঠনিক সম্পাদক তাপস কুমার দে, প্রচার সম্পাদক হারুন অর রশিদ, ক্রীড়া সম্পাদক গিয়াস উদ্দিন, সাহিত্য সম্পাদক হুমায়ুন কবির ভূইঁয়া, ধর্ম সম্পাদক আব্দুর রশিদ সরকার, অর্থ সম্পাদক হাবিবুজ্জামান, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, কার্যনিবাহী সদস্য আহাম্মদ হোসেন ও মোছাঃ লাভলি আক্তার। ১৯জন প্যানেলের মধ্যে ১৬জন নির্বাচিত ও ৩জনকে বাতিল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার আজহারুল ইসলাম খাঁন সিদ্দিক।