বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন একই বিভাগের সহকারি অধ্যাপক সানজীদা পারভিন।
১৪ই মার্চ রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.এ.কিউ.এম মাহবুব এর অনুমোদনক্রমে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ মোরাদ হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিয়োগের ঘোষণা দেওয়া হয়
বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্র বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক জনাব সানজীদা পারভীন-কে বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ২৫(৩) ধারা মোতাবেক পরবর্তী ০৩ (তিন) বছরের জন্য ইতিহাস বিভাগের চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয় তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে বিধি মোতাবেক সকল ভাতাদি পাবেন।এ আদেশ তিনি যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।