অনলাইন (৩ ঘন্টা আগে) মার্চ ১৫, ২০২২, মঙ্গলবার, ১২:১৮ অপরাহ্ন
পুরান ঢাকার হোসেনি দালানে বোমা হামলার মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড আর বাকি ছয় আসামিকে খালাস দেয়া হয়। কারাদণ্ড পাওয়া দুই আসামির একজন হলেন আরমান। তাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর কবির হোসেনকে দেয়া হয় সাত বছরের কারাদণ্ড।
আজ মঙ্গলবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। এর আগে ১রা মার্চ মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেছিলেন বিচারক।