হবিগঞ্জের মাধবপুরে পুলিশের অভিযানে ২৭ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ মূর্তি উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য প্রায় ২৮ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। রোববার রাত ১১টার দিকে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামের অরুণ সরকারের বাড়ির গোয়ালঘর থেকে ওই মূর্তিটি উদ্ধার করা হয়। এ ঘটনায় বাড়ির মালিক অরুণ সরকারকে (৫৫) আটক করেছে পুলিশ । অরুণ একই এলাকার অনুকূল সরকারের ছেলে।
জানা যায়, মূল্যবান মূর্তিটি অরুণের হেফাজতে রয়েছে বলে খবর আসে পুলিশের কাছে। এর পরই রোববার রাতে কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধারে তেলিয়াপাড়া (হরষপুর) পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মো. মজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে এক দল পুলিশ অভিযান চালিয়ে অরুণের বসতঘরের পাশে গোয়ালঘরে মাটির ওপর চটের বস্তা দিয়ে মোড়ানো বিশাল আকৃতির মূর্তিটি উদ্ধার করে। পরে মূর্তিটি কষ্টিপাথরের কিনা তা যাচাইয়ের জন্য ডাকা হয় স্থানীয় স্বর্ণকারকে। তারা জানান, উদ্ধার হওয়া মূর্তির মূল্য প্রায় ২৮ কোটি টাকা।
মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কষ্টিপাথরের মূর্তিটি পুলিশের হেফাজতে রয়েছে।
এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।