এম এইচ রনি,নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড উত্তর ফকির পাড়ার মৃত ইউসুব আলীর ছেলে মোস্তফা (৫০) বিশেষ অঙ্গ হারিয়ে রংপুর মেডিকেলে ভর্তি হয়েছেন। সোমবার (১৪/মার্চ) সরেজমিনে গিয়ে মোস্তফার ছোট ভাই ইলিয়াস (৩৫) সাথে কথা বলে জানা যায় আমার ভাই মোস্তফাকে গতকাল ১৩ মার্চ রাত আনুমানিক ১ টায় নিজ বাড়ির পিছনে পরে থাকতে দেখি তিনি জানান আমার ভাইয়ের জ্বীনের আচর ছিলো,জ্বীন তাকে বিশেষ অঙ্গ কেটে ফেলতে বলে সে কারনে সে বিশেষ অঙ্গ কেটে ফেলেন এমন টাই আমার ভাই আমাকে বলেছেন। তার কোনোরকম ব্যক্তিগত কোনো কলহ ছিলোনা অনেক সহজ সরল মানুষ তিনি। এলাকাবাসী নবাব আলী (২৫) নামে এক ব্যক্তি জানান মোস্তফার আগে থেকেই জ্বীনের আচর থাকার কারণেই এমনটি ঘটেছে বলে আমরা ধারোনা করছি,এছাড়াও মাঝে মাঝে তাকে অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়। এ বিষয়ে টুপামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মছিরত আলি শাহ ফকির জানান, আমি শুনেছি সে রংপুর মেডিকেলে ভর্তি আছে তার অপারেশন সম্পন্ন হয়েছে, এখন সে একটু সুস্থ আছেন তবে কিভাবে ঘটনাটি ঘটলো আমি বিস্তারিত জানিনা জানতে পারলে আপনাদের অবগত করবো।