শ্রীলঙ্কার বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টে জাঁকিয়ে বসেছে ভারত। দ্বিতীয় দিনের শেষে চালকের আসেন রোহিত শর্মার দল। প্রথম টেস্ট খুব সহজেই জিতে সিরিজে এগিয়ে গেছে ভারতীয় দল। দ্বিতীয় টেস্টও যে ভারত জিততে চলেছে সেটিও স্পষ্ট। ভারতের টেস্ট সিরিজ জয় এখন কেবল সময়ের অপেক্ষা।
প্রথম দিন শেষে শ্রীলঙ্কার রান ছিল ৬ উইকেটে ৮৬ রান। দ্বিতীয় দিন ভারতীয় বোলারদের দাপটে তাদের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ১০৯ রানে। বুমরাহ পাঁচটি উইকেট নেন। এই নিয়ে টেস্টে অষ্টমবার পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়ে ফেললেন তিনি।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ও মায়াঙ্ক ৪২ রান যোগ করেন ওপেনিং জুটিতে। মায়াঙ্ক ২২ রানে ফেরেন। ভারত অধিনায়ক রোহিত শর্মা ৪৬ রান করেন। বিরাট কোহলি ব্যাটে হাতে এদিনও ব্যর্থ। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার স্পিনার ধনঞ্জয় ডি সিলভার বল নীচু হয়ে যাওয়ায় এলবিডব্লিউ হন কোহলি (২৩)। দ্বিতীয় ইনিংসেও প্রায় একই ভাবে আউট হলেন বিরাট। জয়বিক্রমের বলটা নীচু হয়ে যাওয়ায় কোহলি মাত্র ১৩ রানে আউট হন। দুই ইনিংসেই ব্যর্থ হওয়ায় কোহলির ব্যাটিং গড় টেস্টে পঞ্চাশের নিচে নেমে গেল।
হনুমা বিহারী ব্যক্তিগত ৩৫ রানে আউট হন। ঋষভ পন্থ নেমে ঝড়ো ইনিংস খেলেন। ভারতীয়দের মধ্যে দ্রুততম পঞ্চাশ করার নজির গড়লেন। ভাঙলেন কপিলে দেবের ৪০ বছর আগের রেকর্ড। ১৯৮২ সালে পাকিস্তানে সফর করে তৎকালীন ভারতীয় দল। ওই সফরে করাচিতে ইমরান খানের দলের বিরুদ্ধে ৩০ বলে ৫০ রান করেন কপিল। এদিন বেঙ্গালুরুতে সেই রেকর্ড ভেঙে দিলেন বর্তমান ভারতীয় দলের মারকুটে উইকেটকিপার-ব্যাটার পন্থ। তিনি ২৮ বলে ৫০ রান করেন।
তবে পন্থের সেই পুরনো রোগ কিন্তু এখনও সারেনি। জয়বিক্রমের বল তুলে মারতে গিয়ে শেষ হয় পন্থের ইনিংস। যদিও আগের বলেই আউটের জন্য আবেদন করেছিল শ্রীলঙ্কা। সেই যাত্রায় পন্থ বেঁচে গেলেও পরের বলটাই ওভাবে কেন চালাতে গেলেন, তা তিনি ভাল বলতে পারবেন। ৩১ বলে ৫০ রান করেন পন্থ। ভারতের রান তখন ৫ উইকেটে ১৮৪।
পন্থ ফেরার পরে ভারতের ইনিংসের হাল ধরেন শ্রেয়াস আইয়ার। প্রথম ইনিংসে তিনি খেলেছিলেন ৯২ রানের দুর্দান্ত ইনিংস। দ্বিতীয় ইনিংসে করলেন ৬৭ রান। ভারত তখন নিজেদের গুছিয়ে ফেলেছে। দ্বিতীয় ইনিংসে ভারত নিজেদের ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ৩০৩ রানে। ৪৪৬ রানে এগিয়ে ভারত।
এই অবস্থায় ম্যাচ বাঁচানোর জন্য নামে শ্রীলঙ্কা। তবে দ্বীপরাষ্ট্রের এই দলটি আসলে অতীতের ছায়া। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় বলেই উইকেট হারায় শ্রীলঙ্কা। বুমরা এলবিডব্লিউ করেন লাহিরু থিরিমানেকে (০)। দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কার রান এক উইকেটে ২৮ রান। সিরিজে সমতা ফেরাতে হলে শ্রীলঙ্কাকে করতে হবে আরও ৪১৯ রান। হাতে আছে তিন দিন।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ২৫২
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩৫.৫ ওভারে ১০৯ (আগের দিন ৮৬/৬) (ডিকভেলা ২১, এম্বুলদেনিয়া ১, লাকমল ৫, জয়াবিক্রমা ১*, বিশ্ব ৮; বুমরাহ ১০-৪-২৪-৫, অশ্বিন ৮.৫-১-৩০-২, শামি ৬-১-১৮-২, জাদেজা ৬-১-১৫-০, আকসার ৫-১-২১-১)
ভারত ২য় ইনিংস: ৬৮.৫ ওভারে ৩০৩/৯ ডিক্লে. (মায়াঙ্ক ২২, রোহিত ৪৬, বিহারি ৩৫, কোহলি ১৩, পান্ত ৫০, শ্রেয়াস ৬৭, জাদেজা ২২, অশ্বিন ১৩, আকসার ৯, শামি ১৬*; লাকমল ১০-২-৩৪-০, এম্বুলদেনিয়া ২০.৫-১-৮৭-৩, বিশ্ব ১০-২-৪৮-১, ধনাঞ্জয়া ৯-০-৪৭-১, জয়াবিক্রমা ১৯-২-৭৮-৪)
শ্রীলঙ্কা ২য় ইনিংস: (লক্ষ্য ৪৪৭) ৭ ওভারে ২৮/১ (থিরিমান্নে ০, করুনারত্নে ১০*, মেন্ডিস ১৬*; বুমরাহ ৩-১-৯-১, শামি ৩-০-১৩-০, অশ্বিন ১-০-৪-০)