স্টাফ রিপোর্টার : নেত্রকোনা দুর্গাপুর উপজেলার পৌর মেয়র মো. আলা উদ্দিন তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন । রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মিলনাতয়নে তিনি এ সম্মেলন করেন।
মেয়র মো. আলা উদ্দিন লিখিত বক্তব্যে বলেন, সম্প্রতি আমাকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে “সোমশ্বরী নদীর বালুতে সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি মেয়রের” এই শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। যা আদৌ সত্য নয়। একটি কু-চক্রী মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি প্রপাগান্ডা ছড়ানোর অপপ্রয়াস চালিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। তারই ধারাবাহিকতায় একটি মহল আমার বিরুদ্ধে মিথ্যে তথ্য ও কল্প-কাহিনী নিয়ে উদ্ভট একটি সংবাদ প্রকাশ করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার একটি অপকৌশল চালিয়ে আসছে স্থানীয় কার্ডধারী সংবাদকর্মী রিফাত আহমেদ রাসেল। তার বাবা রফিকুল ইসলাম ২নং বালু মহালের অংশীদার। আমার নিজস্ব ফার্মে চাকুরী করেন রিফাত আহমেদ রাসেল এর ছোট ভাই সোহেল মিয়া। রিফাত আহমেদ রাসেল সম্প্রতি বালু প্রতি ট্রাক থেকে পাঁচশ টাকা করে চাঁদা দাবী করে পৌর শহরের তেরীবাজার ঘাট এলাকায়।
এ বিষয়টি নিয়ে স্থানীয় বালু ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়। রিফাতের বাবা আমার প্রতিবেশী হওয়ায় বাসায় খবর দিয়ে ভাতিজা রিফাত আহমেদ রাসলকে ধমক দেই। চাঁদাদাবীর বিষয়টির মিমাংসা করে দেই। ওই মিমাংসার সময়ে আলোচনার বিষয়টি মুঠোফোনে অডিও রেকর্ড ধারণ করে রিফাত। পরে ১০ই মার্চ জেলার ২/৩ জন সংবাদকর্মীদের দিয়ে একটি ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিয়েছে। আমার প্রতিপক্ষদের ইন্ধনের সাথে আতাত করে রিফাত আহমেদ রাসেল আমার সম্পর্কে এরকম উদ্ভট, বানোয়াট কল্পকাহিনীর সংবাদ প্রকাশ করিয়ে প্রচারে সুযোগ পেয়েছে।
তিনি আরো জানান, আমি দুর্গাপুরের একজন ব্যবসায়ী। এই ব্যবসার অর্জিত টাকা থেকে আমার এলাকার বহু ধর্মীয় প্রতিষ্ঠান, অসুস্থ রোগীর চিকিৎসা, গরীব শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা, চিকিৎসা এবং বিভিন্ন সামাজিক কর্মকান্ডে আমার সাধ্যমত সাহায্য করেছি। বিশেষ করে করোনা মহামারির সময় আমি পৌরসভার প্রত্যেকটি কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি এবং বর্তমানেও করে যাচ্ছি। এর বাইরে আমি চ্যালেঞ্জ করে বলছি, যে সমস্ত অভিযোগ সংবাদে আমার বিরুদ্ধে করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমার বিরুদ্ধে ব্যক্তিগত বিষোধগার ও উন্নয়ন কর্মকান্ড চালানোই ব্যস্ত। এই মুহুর্তে ঐ সমস্ত গাফটি মেরে থাকা ব্যক্তির মদদপুষ্ট হয়ে রিফাত আহমেদ রাসেল সংবাদ মাধ্যমসহ সোস্যাল মিডিয়া ফেসবুকে নানানভাবে আমাকে নিয়ে অপপ্রচার চালিয়ে আসছে। আমিসহ আমার স্ত্রীকে জড়িয়ে প্রকাশিত মিথ্যে সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। উল্লেখ্য যে, দীর্ঘ এক ঘন্টার বৈঠকে সমস্ত আলোচনা এডিট করে মাত্র ৯ মিনিটের অডিও ফাঁস করে।
সংবাদ সম্মেলনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর কাউন্সিলর নুরুল আকরাম খান, ইব্রাহিম খলিল টিপু, এসএম কামরুল হাসান জনি এবং জেলায় কর্মরত এন টিভি, এসএ টিভি, বেশাখী টিভি, আর টিভি, মাছরাঙ্গা, একুশে টিভি, একাত্তর টিভির জেলা প্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।