আমরা মাঝে মাঝে গুগলের হোমপেজে ঢুকে চমকে যাই। সেখানে দেখা যায়, চির চেনা গুগলের লোগোটি বিশেষ ডিজাইনে সাজানো হয়েছে। কখনো তা অ্যানিমেশনের রূপ নেয়, কখনো বা একদমই ভিন্ন কোনো কিছুর। এটা কিন্তু ইচ্ছামতো করা হয় না, এর নাম গুগল ডুডল। কোনো বিশেষ দিন, ঘটনা বা কোনো বিখ্যাত মানুষকে স্মরণ করতে ডুডল তৈরি করে গুগল।
গুগলের প্রথম ডুডল যোগ হয় ১৯৯৮ সালের ৩০ আগস্ট বার্নিং ম্যান ফেস্টিভ্যালের দিন। এটি ডিজাইন করেছিল গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ ও সার্গেই বিন।
পরবর্তীতে ডুডল তৈরির জন্য ডুডলার পদে কর্মী নিয়োগ দেওয়া শুরু হয়। ঘুরে দেখতে পারেন গুগল ডুডলের ওয়েবসাইট, যেতে হবে- https://www.google.com/doodles এই ঠিকানায়।
২০১০ সালের জানুয়ারিতে স্যার আইজ্যাক নিউটনের সম্মানার্থে প্রথমবারের মতো এনিমেটেড ডুডল প্রকাশ করে গুগল।
বাংলাদেশের প্রায় প্রত্যেকটি স্মরণীয় দিন এই গুগল ডুডল অ্যানিমেশনের সঙ্গে গুগল সার্চ ইঞ্জিনে ফুটিয়ে তুলে ধরে।
আপনি চাইলে গুগল ডুডলসের সহযোগিতায় বিভিন্ন ধরনের জনপ্রিয় গেমস খেলতে পারবেন।