নেত্রকোণা পৌর ছাত্রলীগের ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মামুনুর রশিদ টিপু কে আহ্বায়ক করা হয়।
এছাড়া পদে ১৪ জন এবং যুগ্ম- আহ্বায়ক ও ২১ জনকে সদস্য দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (১২ মার্চ ) সকাল ১০:০০ ঘটিকায় বাংলাদেশ ছাত্রলীগ নেত্রকোণা জেলা শাখার সভাপতি রবিউল আওশাল শাওন এবং সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত বছরের ২২ ডিসেম্বর নেত্রকোণা পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে বাংলাদেশ ছাত্রলীগ নেত্রকোণা জেলা কমিটি। পরে পৌর ছাত্রলীগের শীর্ষ পদ প্রত্যাশীদের কাছে জীবনবৃত্তান্ত আহ্বান করেছিল সংগঠনটির জেলা কমিটি।
এর ৩ মাস পর নতুন কমিটির ঘোষণা করা হলো।