স্টাফ রিপোর্টার : নেত্রকোনায় সিমেন্ট বোঝাই দাঁড়ানো বিকল ট্রাকের সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। এছাড়া পিকআপ ভ্যানের চালক আহত হওয়ার খবর স্থানীয়ভাবে জানা গেলেও তার নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শনিবার (১২ মার্চ) সকাল ১১টার দিকে সদর উপজেলার নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে সাকুয়া নামক স্থানের এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- জেলার কলমাকান্দা উপজেলায় শুনই গ্রামের আব্দুল আজিজের ছেলে তরিকুল ইসলাম (৩৫)। আরেকজন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার নুরুজ্জামান (৩০) এবং নিহতেরা ডিম ব্যবসায়ী বলে জানা গেছে।
জানায় যায়, নিহত দুজন ময়মনসিংহে ডিম সরবরাহ করে নেত্রকোনার দিকে ফিরছিলেন। সকাল ১১টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে সদর উপজেলার সাকুয়া নামক স্থানে সিমেন্ট বোঝাই বিকল দাঁড়ানো ট্রাকের সাথে চলন্ত পিকআপ ভ্যানের সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং পিকআপ ভ্যানের চালক আহত হওয়ার খবর স্থানীয়ভাবে জানা গেলেও তার নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার মো. শাকের আহমেদ এ ঘটনায় দুজন নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।