চট্টগ্রামের সীতাকুণ্ডে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ২,৪০০ পিস ইয়াবাসহ দুই যুবতীকে আটক করেছে। গতকাল মঙ্গলবার ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌরসভাস্থল পশ্চিম পাশে বাস কাউন্টারের সামনে একটি ঢাকামুখী যাত্রীবাহী বাস থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত ইয়াবা কারবারি তরুণীরা হলেনÑ চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার বাবুল দাশের মেয়ে শারমিন আক্তার রূপা দাশ (২৭), জামালপুর জেলার ইসলামপুর থানার ভেনাচর এলাকার আবুল কালামের মেয়ে মঞ্জুরা (২৫)।
সীতাকুণ্ড থানা সূত্র জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা—চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌরসভাস্থল বাস কাউন্টারের সামনে একটি যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে দুইজনকে আটক করা হয়। সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুই মাদক কারবারি মহিলাকে ২,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়েছে থানায় একটি মাদক আইনে মামলা হয়েছে। গতকাল তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।