চ্যাম্পিয়নস লিগে লিওনেল মেসিদের বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছেন এক করিম বেনজেমা। দ্বিতীয়ার্ধে ১৮ মিনিটের মধ্যে একে একে তিনটি গোল করে বসেন ফরাসি ফরওয়ার্ড বেনজেমা। তাতেই শেষ আটে উঠার স্বপ্ন ভেঙে যায় প্যারিস সেইন্ট জার্মেইয়ের। ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের প্রথম গোলটি স্পষ্ট ফাউল ছিল বলে মনে করেন প্যারিস সেন্ট জার্মেইর বস মরিসিও পচেত্তিনো।
রিয়াল মাদ্রিদের ৬১ মিনিটে করা প্রথম গোলটি পিএসজি গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মার ভুলে হয়। নিজের পায়ে বল ছিল, কিন্তু সেটি সতীর্থকে দিতে দেরি করে ফেলেন ইটালিয়ান গোলরক্ষক। বেনজেমা বল কেড়ে নিতে গেলে চাপের মুখে দোন্নারুম্মা অসহায়ভাবে বলটাকে কোনোরকমে ঠেলে দিলেন। বক্সে থাকা ভিনিসিয়ুস জুনিয়র সেটি ধরে কাট ব্যাক করলে বেনজেমা বল জড়িয়ে দেন জালে।
বেনজেমার করা প্রথম গোলটি কোনভাবেই মানতে চাচ্ছেন না পিএসজি বস। পচেত্তিনো ম্যাচ শেষে বলেন, ‘এটি অবিচার হয়েছে, প্রথম গোলটি স্পষ্ট ফাউল ছিল।’
দোন্নারুম্মা সমালোচনার মুখে পড়লেও আর্জেন্টাইন কোচ তার গোলরক্ষকের পক্ষেই কথা বলেছেন। তিনি বলেন, ‘প্রথম গোলটিতে আমার গোলরক্ষকের কোনপ্রকার ভুল নেই কারণ এটি ফাউল ছিল। আমি প্রতিটি জায়গা থেকে এই ফুটেজ ৩০ থেকে ৪০ বার দেখেছি গোলটি স্পষ্ট ফাউল ছিল।’
দুই লেগ মিলিয়ে রিয়াল মাদ্রিদের ৩-২ গোলে জয় মেসির নতুন দলের হয়ে শিরোপা জয়ের আক্ষেপ আরো বাড়িয়েছে।