অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী ইংল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট। জনি বেয়ারস্টোর দুর্দান্ত সেঞ্চুরিতে ৬ উইকেটে ২৬৮ রান তুলে প্রথম দিন শেষ করেছে ইংলিশরা।
ব্যাট হাতে ইংলিশদের শুরুটা ছিল খুবই বাজে। টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৪৮ রানেই হারায় প্রথম সারির চার ব্যাটারকে।অ্যালেক্স লিস ৪, জ্যাক ক্রাউলি ৮, অধিনায়ক জো রুট ১৩ ও ড্যানিয়াল লরেন্স ২০ রান করে সাজঘরে ফিরে যান। সেখান থেকে বেন স্টোকসকে নিয়ে পঞ্চম উইকেটে ৬৭ রানের জুটিতে বিপদ কিছুটা কাটিয়ে উঠেছিলেন বেয়ারস্টো। তবে স্টোকসও বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি বেয়ারস্টোকে।
৯৫ বলে ৩৬ রান করে সিলসের বলে বোল্ড হয়ে যান স্টোকস। বেয়ারস্টো হাল ছাড়েননি। ষষ্ঠ উইকেটে বেন ফোকসকে নিয়ে গড়েন ৯৯ রানের আরেকটি জুটি। ব্যক্তিগত ৪২ রানে বিদায় নেন ফোকস। এদিকে দুর্দান্ত খেলা বেয়ারস্টো তুলে নেন টেস্ট ক্যারিয়ারের অষ্টম শতক। দিনের বাকি সময়টা ক্রিস ওকসকে নিয়ে কাটিয়ে দেন তিনি। বেয়ারস্টো ১০৯ ও ওকস ২৪ রানে অপরাজিত আছেন। ক্যারিবীয় বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন কেমার রোচ, জেইডেন সিলস ও জেসন হোল্ডার।