মোঃ রোমান, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনির পূর্ব এনায়েতনগর ইউনিয়নের সমিতিরহাট এ.কে উচ্চ বিদ্যালয়ের মাঠে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার পূর্ব এনায়েতনগরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় পূর্ব এনায়েতনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বি,এম খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপ। এসময় স্থানীয় এমপি বলেন, দীর্ঘদিন যাবত এখানে দুই দলের মধ্যে যে সমস্যার সৃষ্টি হয়েছে, আমরা চাই সবাই তা ভুলে একসাথে বসবাস করি। মারামারি কাটাকাটি কখনোই শান্তি দিতে পারে না। এসময় সভায় উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, পৌর আওয়ামী লীগের সভাপতি আইনজীবি আবুল বাশার, সাবেক পৌর প্রশাসক আবুল কালাম আজাদ, কালকিনি পৌর মেয়র এস এম হানিফ, উপজেলা আ.লীগের যুগ্নসাধারন সম্পাদক মোঃ লোকমান সরদার, দপ্তর সম্পাদক মোঃ বেল্লাল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মনিরুজ্জামান, রমজানপুর ইউপি চেয়ারম্যান বি.এম মিল্টন ইব্রাহিম, উপজেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী ও অন্যান্যরা।