মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৩নং আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামূনূর রশিদ মিল্টনের বিরুদ্ধে নির্বাচিত ইউপি সদস্যদের মতামতকে উপেক্ষা করে একক ভাবে প্যানেল চেয়ারম্যান মনোতীত করার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ঐ ইউনিয়নের ৮জন ইউপি সদস্যের স্বাক্ষরিত একটি আবেদন পত্র উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দাখিল করেন। তবে ইউপি চেয়ারম্যানের দাবী সকল ইউপি সদস্যদের মতামতের ভিত্তিতেই গঠন করার সিধান্ত নেওয়া হয়েছিল। অভিযোগে জানা যায়, চলতি সালের ৫ই জানুয়ারী উপজেলার ৩নং আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯ই জানুয়ারী গেজেট প্রকাশিত হলে ফেব্রæয়ারী মাসের ৩ তারিখ জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ অনুষ্ঠিত হয়। এরপর গত ৭ই মার্চ উপলক্ষ্যে আলোচনা শেষে ইউপি সদস্য/সস্যরা চেয়ারম্যানের নিকট প্যানেল চেয়ারম্যান গঠনের তারিখ নির্ধারণের জন্য বললে তিনি কাল বিলম্ব না করে ঐদিনই প্যানেল চেয়ারম্যান গঠনের সিদ্ধান্ত নেন এবং ভোট ছাড়াই একক সিদ্ধান্তে মনগড়া ভাবে নিজের পছন্দের ব্যক্তিদের প্যানেল চেয়ারম্যান মনোনীত করার পায়তারা করেন। এতে ঐ ইউপি সদস্যরা বাধা প্রদান করলে প্যানেল চেয়ারম্যান গঠন স্থগিত করা হয়। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মামূনুর রশিদ মিল্টন বলেন, সকল ইউপি সদস্যদের নিয়ে আলোচনায় বসলে তারা আমাকে প্যানেল চেয়ারম্যান গঠনের দায়িত্ব প্রদান করেন। তাদের মতামতের ভিত্তিতেই প্যানেল চেয়ারম্যান গঠন করতে গেলে তারা এতে অসম্মতি জ্ঞাপন করেন। উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন বলেন, বিষয়টি জেনেছি, ইতিমধ্যে বিধি মোতাবেক প্যানেল চেয়ারম্যান গঠনের জন্য সংশ্লিষ্ট ইউপিতে পত্র প্রেরণ করা হয়েছে।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment