–
নিজস্ব প্রতিনিধি, ফরহাদ খোন্দকার :
ছাগলনাইয়ায় ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ৬ মার্চ রাত সাড়ে আটটায় বাঁশপাড়া এলাকার বাংলাদেশ হোটেলের গলির সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ মাহমুদুল হোসেন রুবেল(২৫) বাঁশপাড়ার মৃত শফিকুর রহমান প্রকাশ বদু মিয়ার ছেলে ও মোঃ আবুল বসর রাজিব(২৫) একই এলাকার শামসুল হকের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মেজবাহ উদ্দিন আহমেদ জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করে তাদের ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়।