বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চ ভাষণের ‘জাতীয় ঐতিহাসিক দিবস-২০২২’ উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি। সোমবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০ টায় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধাঞ্জলি শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্য এবং ১৯৭১ সালের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব, শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ড. মোঃ আবু সালেহ, সহ-সভাপতি ড. মোঃ রাশেদুজ্জামান পবিত্র, প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন, সাবেক সভাপতি আশিকুজ্জামান ভূঁইয়া, শিক্ষক সমিতির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. আবু সালেহ বলেন, ১৯৭১ সালের ৭ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে প্রায় ১০ লক্ষাধিক মানুষের সামনে বঙ্গবন্ধু যে ভাষণ দেন এটি সাধারণ কোন জনসভার ভাষণ ছিলো না, এটি ছিলো স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত বাঙ্গালি জাতির জাতীয় মুক্তি বা স্বাধীনতা অর্জনের চূড়ান্ত পর্বের লড়াইয়ের আহবান। এই আহবানে উজ্জীবিত হয়ে বাঙ্গালি জাতি একত্রিত হয়ে পাকিস্তানের ঔপনিবেশিক শাসন ও শোষণের বিরুদ্ধে বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নিয়েছিলো। বঙ্গবন্ধুর এই ভাষণ কোন সময়ের ফ্রেমে আবদ্ধ নয়, যা কালোত্তীর্ণ হিসেবে নিপীড়িত, নিষ্পেষিত, মুক্তিকামী মানুষের জন্য উদ্দীপনা হিসেবে কাজ করে।