আরিফুর রহমান, নলছিটি:
ঝালকাঠির নলছিটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি ও দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৭ই মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)রুম্পা সিকদারের সভাপতিত্বে পৌর মেয়র আব্দুল ওয়াহেদ কবির খান, জেলা পরিষদ সদস্য খোন্দকার মুজিবুর রহমান, পৌর আ’লীগের সাধারন সম্পাদক জর্নারধন দাস, পৌর কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী দুলাল, মাধ্যমিক শিক্ষা অফিসার মুঃ আনোয়ার আজিম, কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলি, মহিলা বিষয়ক কর্মকর্তা নাইমুন নাহার
প্রমুখ উপস্থিত ছিলেন।