তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক মামলায় জহুরুল ইসলাম (৬৫) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। এ ছাড়া তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। রোববার (৬ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই রায় দেন। আসামি জহুরুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার মালাধর গ্রামের মৃত নায়েব উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফারুক আহস্মেদ প্রিন্স জানান, গোবিন্দগঞ্জ থানা পুলিশ ২০১৯ সালের ৬ জুন পৌরসভা এলাকায় মাদক উদ্ধার অভিযানে নামে। অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে জহুরুল ইসলামকে পান্থাপাড়া মোড়ে ২৫০ গ্রাম হেরোইনসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ ঘটনায় পরদিন গোবিন্দগঞ্জ থানার তৎকালীন এসআই মমিরুল ইসলাম বাদী হয়ে একটি মাদক মামলা করেন। পিপি জানান, দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ফাঁসির আদেশ দেন। এ ছাড়া তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী সিরাজুল ইসলাম বাবু।