দ্বিতীয় দফায় ইউক্রেনের মারিউপোল শহরে সাময়িক যুদ্ধবিরতি পালিত হচ্ছে। স্থানীয় সময় রোববার সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এই যুদ্ধবিরতি পালিত হবে। এ সময়ে সেখানে আটকে পড়া সাধারণ মানুষকে উদ্ধার করা হবে। মূলত, এ উদ্দেশ্যেই এই যুদ্ধবিরতি। লন্ডনের অনলাইন গার্ডিয়ান এ খবর দিয়ে বলছে, শনিবার প্রথম দফা সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছিল রাশিয়া-ইউক্রেন। কিন্তু ওইদিন বেসামরিক লোকজনকে উদ্ধার শেষ পর্যন্ত স্থগিত করা হয়। কারণ, মারিউপোল শহরকে ঘিরে রেখেছে রাশিয়ান সেনারা।
তারা যুদ্ধবিরতি ঘোষণা করলেও হামলা বন্ধ করেনি। এ জন্য উদ্ধার অভিযান করা হয়।
বিষয়টি শনিবারই মারিউপোল সিটি কাউন্সিল পরিষ্কার করে। শহরের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থানকারীদের আবার সেখানে ফিরে যেতে বলে সিটি কাউন্সিল। উদ্ধারের জন্য পরবর্তী তথ্যের জন্য তাদেরকে সেখানে অবস্থান করার পরামর্শ দেয়। এদিন ইউক্রেনের প্রেসিডেন্সিয়াল উপদেষ্টা ওলেকসি আরেস্তোভিচ টেলিভিশনে বলেন, অনেক এলাকায় যুদ্ধবিরতি মানছে না রাশিয়া। ফলে উদ্ধার অভিযানে বেসামরিক লোকজন সাড়া দিতে পারছে না।