আবদুল হান্নান: সময়ের অন্যতম সেরা সাহিত্য সংগঠন ‘স্বপ্ননীল সাহিত্যচর্চা পরিষদ’ -এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ ভবনে সংগঠনটির সভাপতি মোঃ আমিনুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম মজিবুর রহমান। এছাড়া প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি মাহমুদুল হাসান নিজামী, বিশেষ আলোচক ছিলেন ড. এস এম ইলিয়াছ, কবি আতিক হেলাল, মোসলেহ উদ্দিন, গুল আফরোজ আহমেদ, আলমগীর জুয়েল, সৈয়দ শাহনুর আহমেদ, আনোয়ার রেজা, মুন্সি কবির হোসেন, বেল্লাল হাওলাদার ও হাসান মনজু প্রমুখ। প্রধান অতিথি বিচারপতি এস এম মজিবুর রহমান তাঁর বক্তব্যে বলেন, ‘অনলাইন সাহিত্যের এই জমজমাট আসর আমাকে ভীষণভাবে টানে। আমি আমার বিধি মোতাবেক কাজের ফাঁকে যখনই সুযোগ পাই, ছুটে আসি কবি-সাহিত্যিকদের মিলন মেলায়। স্বপ্ননীলের আজকের আয়োজনে আসতে পেরে আমার বেশ ভালো লাগছে এবং ভবিষ্যতেও ডাকলে আমি নিশ্চিত সাড়া দেবো।’ প্রধান আলোচক কবি মাহমুদুল হাসান নিজামী স্বপ্ননীল পরিবার ও এর প্রতিষ্ঠাতা জিয়াউদ্দিন জেইনসহ সবার প্রশংসা করেন এবং সাহিত্যের উন্মেষ ও এর স্ফুরণ নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন।