কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া নিসের মাঠে খেলতে নেমেছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। কিন্তু লিওনেল মেসি, নেইমার ও অ্যাঞ্জেল ডি মারিয়াকে নিয়ে গড়া শক্তিশালী আক্রমণভাগও জেতাতে পারেনি পিএসজিকে। লিগ ওয়ানের ম্যাচটিতে ১-০ গোলের হার দেখেছে তারা।
পুরো ম্যাচে অন টার্গেটে মাত্র ২টি শট নিতে পেরেছে পিএসজি। স্বাগতিক নিস লক্ষ্যে শট রেখেছে ৬টি। ৮৮তম মিনিটে বদলি নামা অ্যান্ডি ডেলর্টের দারুণ এক গোলে এগিয়ে যায় নিস। গোল শোধ করার বদলে উল্টো যোগ করা সময়ে নিসকে পেনাল্টি উপহার দেয় পিএসজি। তবে ভিএআরের কল্যাণে বাতিল হয়ে যায় পেনাল্টি। শেষতক ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে কোচ মাওরিসিও পচেত্তিনোর দল।
পিএসজির হারে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে কোনো প্রভাব পড়েনি।
২৭ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে পিএসজি। ৪৯ পয়েন্টের সুবাদে নিস রয়েছে দুই নম্বরে।
বুধবার রিয়াল মাদ্রিদের মাঠে উয়েফা চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোর ফিরতি লেগ খেলতে যাবে পিএসজি। প্রথম লেগে ১-০ গোলের জয়ে এগিয়ে রয়েছেন মেসিরা। তবে অ্যাওয়ে ম্যাচের ফর্ম নিঃসন্দেহে ভাঁজ ফেলবে ফরাসি জায়ান্টদের কপালে। লিগ ওয়ানে প্রতিপক্ষের মাঠে টানা দুই ম্যাচে হারের স্মৃতি নিয়ে মাদ্রিদ যাচ্ছে পিএসজি। এর আগে নঁতের কাছে ৩-১ গোলে পরাজিত হয় দলটি।