ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক রাশিয়াকে সতর্ক করে জানিয়েছে, যুদ্ধবিরতির আওতায় মানবিক করিডরের সুবিধা নিয়ে যেন রাশিয়া নিজেদের সৈন্য অগ্রসর না করে। তার দাবি, রুশ সৈন্যরা যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে মানবিক করিডর দিয়ে ইউক্রেনীয় অবস্থানের কাছাকাছি চলে যাওয়ার ব্যাপারে তথ্য রয়েছে। ইউক্রেনের সরকার সেই তথ্য যাচাই-বাছাই করছে।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ইউক্রেন করিডর ব্যবহার করে মানবিক সহায়তা সামগ্রী, বেসামরিক নাগরিক, নারী ও শিশুদের সরিয়ে নিতে কাজ করছে। ভেরেশচুক আরও বলেছেন, রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি যুদ্ধবিরতির বিষয়ে আলোচনায় মধ্যস্থতা করেছে। শহরগুলো থেকে বেসামরিক নাগরিকদের অন্যত্র যাওয়ার মানবিক করিডরে নেতৃত্ব দেবে তারা।
যুদ্ধবিরতি দেওয়া হয়েছে মারিউপোল এবং ভলনোভাখা শহর দুটির জন্য। দুই শহরের বাসিন্দাদের জন্য মানবিক করিডর খোলার সিদ্ধান্ত হয়েছে স্থানীয় সময় সকাল ৯টা থেকে। বিকাল ৪টা পর্যন্ত এটি খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।