মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় লেমন হাসান লিপু (৩৫) নামের একজন পরিবহন ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার (৪ মার্চ) সন্ধ্যার পর বগুড়ার বেসরকারি টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত লিপু বগুড়া শহরের বৃন্দাবনপাড়ার মৃত জাহিদুল হাসানের ছেলে।
জানা গেছে, লিপু তার ব্যবসায়ীক কাজে মোটরসাইকেল যোগে মোকামতলা যান। সেখান থেকে তিনি শহরের দিকে ফিরছিলেন। পথিমধ্যে বগুড়া-রংপুর মহাসড়কে শহরতলীর নওদাপাড়া নামক স্থানে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় তিনি মহাসড়কে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর তিনি মারা যান।