ফিলিস্তিনিদের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ মীমাংসা হলে ইসরায়েল সৌদি আরবের ‘সম্ভাব্য মিত্র’ হতে পারে বলে জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
বৃহস্পতিবার প্রকাশ হওয়া মার্কিন সাময়িকী দ্য আটলান্টিক মান্থলিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই এমন মন্তব্য করেন।
মোহাম্মদ বিন সালমান বলেছেন, আমরা ইসরায়েলকে শত্রু হিসেবে দেখি না, আমরা তাদের একটি সম্ভাব্য মিত্র হিসেবে দেখি। তবে তার আগে ফিলিস্তিনিদের সঙ্গে তার সমস্যার সমাধান করা উচিত।
দ্য আটলান্টিক মান্থলিকে দেওয়া সাক্ষাৎকারে যুবরাজ বলেছেন, “আমাদের জন্য, আমরা আশা করি ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে বিরোধের সমাধান হবে।” সূত্র: জেরুজারেম পোস্ট, রয়টার্স