এম এইচ রনি,নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলা ৭ নং খালিশা চাপানী ইউনিয়ন পরিষদ আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাথা, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহষ্পতিবার (৩/মার্চ) ৭ নং খালিশা ইউনিয়ন পরিষদ মাঠে ইউপি চেয়ারম্যান শহিদুজ্জামান সরকার এর সভাপতিত্বে ইউপি সচিব গোলজার রহমান এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭ নং খালিশা চাপানী ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তি যোদ্ধা লিয়াকত আলী, দবির উদ্দিন, ইউপি সদস্য সেলিমুর রহমান, ইউপি সচিব গোলজার রহমান, খালিশা চাপানী ইউনিয়ন আওয়ামী লীগ সিনিয়র সহ তামজিদুর রহমান তামজিদ, সমাজ সেবক সেম্বুচরন রায় প্রমূখ। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় মান্যগন্য ও পরিষদবর্গ।অনুষ্ঠানের প্রথম প্রহরে আলোচনা শেষে দ্বিতীয় প্রহরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান তাঁর সমাপনী বক্তব্যে মহান স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্ব, শত্রুর সঙ্গে মোকাবিলা করে ৩০ লক্ষ শহীদ ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার গুরুত্ব তুলে ধরেন। পরিশেষে তিনি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত এবং স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের হাত কে শক্তিশালী করার কথা বলেন।