ইউক্রেনে রাশিয়ার শুরু করা সামরিক অভিযানের তীব্র নিন্দা করেছেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। মার্কিন টিভি চ্যানেল এমএসএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ঠেকাতে তার ঘনিষ্ঠদের প্রতি আহ্বান জানিয়েছেন হিলারি। তিনি বলেছেন, যারা পুতিনের আশেপাশে থাকেন এটা তাদের দায়িত্ব পুতিনকে এমন ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখা। রাশিয়ার কল্যাণের জন্যই এটা প্রয়োজন।
হিলারি আরও বলেছেন, রাশিয়ার যেসব সৈন্য ইউক্রেনে ঢুকেছে তাদের কোনো ধারণাই নেই তারা কি করছে।
হিলারি আরও বলেন, ১৯৮০ এর দশকে রাশিয়া আফগানিস্তান আক্রমণ করেছিল। কিন্তু তার ফল রাশিয়ার জন্য ভালো হয়নি। সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর কারণে রাশিয়াকে আফগানিস্তান ছাড়তে হয়েছিল। ইউক্রেনে সৈন্যদেরও অস্ত্র সরবরাহ করতে হবে এবং সেখানে যেসব স্বেচ্ছাসেবক তাদের মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষার উদ্দেশ্যে লড়াই করেছিলেন তাদের অস্ত্র দিতে হবে যাতে তারা রাশিয়ার বিরুদ্ধে লড়তে পারে।