জহরুল ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ-গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় রং তুলিতে গ্রাফিতি একে প্রতিবাদ জানিয়েছে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা গ্রাফিতিগুলো ধর্ষণের প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছে। এ গ্রাফিতির মাধ্যমে জোরদার হচ্ছে ধর্ষকের বিচারের দাবি। ভিন্নধর্মী এই প্রতিবাদ নজর কেড়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন মহলের। গ্রাফিতিগুলো এঁকেছেন মৎস্য এবং সামুদ্রিক জীববিজ্ঞান বিভাগের রিফাত আহম্মেদ, হাসানুজ্জামান, সন্তু বিশ্বাস, রাসেদুল ইসলাম, জোতি বর্মন, মেহেদি হাসান, পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সাঞ্জিদা সাফিন কৃষি বিভাগের সানজানা রহমান, হাসান উল্লাহ , সমাজ বিজ্ঞানের গোলাম রব্বানী সহ কয়েকজন শিক্ষার্থী গ্রাফিতি আর্টিস্ট শিক্ষার্থী রিফাত আহম্মেদ বলেন, আমরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। ধর্ষকের ঘৃণ্য কর্মকাণ্ড এবং তাদের সমর্থনকারীদের দেশীয় অস্ত্রের আঘাতের প্রতিবাদ আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করেছি। শিক্ষার্থী গোলাম রব্বানী বলেন, ধর্ষকদের কোনও জাত নেই। শিশু থেকে বৃদ্ধা এবং যে কোনও পোশাক পরিধানকারী নারী প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে। এই ধর্ষণ এবং এর সমর্থনকারী যারা ছাত্রদের ওপর হামলা করেছে, তাদের বিচার দাবিতে আমরা দেয়াল চিত্র করেছি। উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি রাত ৯টা ২৫ মিনিটে গোপালগঞ্জ জেলা স্কুলের নির্মাণাধীন ভবনে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী তার বন্ধুর সঙ্গে গোপালগঞ্জ সদরের নবীনবাগ হেলিপ্যাডের সামনে থেকে হেঁটে ফিরছিলেন। পথে তাদের জোর করে অটোতে তুলে নেওয়া হয়। পরে ৭-৮ জন মিলে তাদের গোপালগঞ্জ জেলা স্কুলের নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে বন্ধুকে মারধর করে ওই শিক্ষার্থীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়।এ ঘটনার বিচার চেয়ে শিক্ষার্থীরা প্রথমে সদর থানা এবং পরে মহাসড়ক অবরোধ করেন।