ইউক্রেনের খারকিভের আবাসিক এলাকায় রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
অঞ্চলটির আঞ্চলকি প্রশাসক ওলেগ সিনেগুবভ জানিয়েছেন, শহরের আবাসিক এলাকা এবং প্রশাসনিক ভবনে এই ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
খারকিভ ইউক্রেনের দ্বিতীয় সর্বোচ্চ শহর।
মেয়র সিনেগুবভ বলেন, রাশিয়া জিআরএড এবং ক্রুজ মিসাইল হামলা চালিয়েছে। আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা করে মস্কো যুদ্ধপরাধ করছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি জানান, বোমা বর্ষণ সত্ত্বেও শহরের নিরাপত্তা ধরে রাখা হয়েছে।
এদিকে খারকিভ শহরে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার একটি ভিডিও ফুটেজ ইউক্রেনের স্থানীয় টেলিভিশনে প্রচার করা হয়েছে। এতে সরকারি ভবনের পাশের প্রধান সড়কের সংযোগস্থলে অনেকগুলো গাড়ির মধ্যে ক্ষেপণাস্ত্র পড়তে দেখা যায়। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই ঘটনায় ৬ জন আহত হয়েছেন।
সূত্র: গার্ডিয়ান