ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কলা অনুষদভুক্ত চারুকলা বিভাগের স্নাতক প্রথম বর্ষে ভর্তিচ্ছুদের ব্যবহারিক পরীক্ষা আগামীকাল ২রা মার্চ বুধবার অনুষ্ঠিত হবে। এতে ৩০ আসনের বিপরীতে আবেদন করেছে ৮৫১ জন ভর্তিচ্ছু। প্রতি আসনে লড়বে ২৮ জন। পরীক্ষা শুরু হবে বেলা ১১টা থেকে। মঙ্গলবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্যবহারিক পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের সাথে জেএসটি মার্কসযুক্ত করে মেধাতালিকা প্রকাশ করা হবে। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে হলে প্রবেশ করতে হবে। ভর্তিচ্ছুদের অবশ্যই গুচ্ছভূক্ত ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র এবং চারুকলা বিভাগে ব্যবহারিক পরীক্ষার আবেদনের ‘acknowledgement slip’ সঙ্গে আনতে হবে। অঙ্কনের কাগজ সরবরাহ করা হলেও ভর্তিচ্ছুদের পেন্সিল, রাবার ও আনুসঙ্গিক জিনিসপত্র নিজে থেকে আনতে হবে।
উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগসমূহে জিএসটি মার্কসের ভিতিত্তে শিক্ষার্থী ভর্তি করানো হয়েছে। কিন্তু প্রাকটিক্যাল সাবজেক্ট হওয়াই চারুকলায় আলাদাভাবে ব্যবহারিক পরীক্ষা নেয়া হচ্ছে বলে জানিয়েছে রেজিস্ট্রার দপ্তর।