যুক্তরাজ্য, জার্মানি, স্পেন, ইতালি ও কানাডাসহ ২৬ দেশের বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া।
ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর বিমান চলাচলে নিষেধাজ্ঞা দেয়ার প্রতিবাদে মস্কো এই সিদ্ধান্ত নিয়েছে। ইইউর নিষেধাজ্ঞায় বলা হয়, ‘রাশিয়ার মালিকানাধীন, রাশিয়ার নামে নিবন্ধন করা অথবা রাশিয়া নিয়ন্ত্রিত কোনো বিমান ইইউ ভূক্ত দেশের আকাশ সীমা ব্যবহার করতে পারবে না।’
ফলে বাল্টিক সাগরের বিকল্প পথ ব্যবহার করে বিভিন্ন দেশে রাশিয়ার বিমান চলাচল করছে। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার জবাবে আন্তর্জাতিক আইন মেনেই ৩৬ দেশের বিমানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া।’
যদিও আগেই যুক্তরাজ্যের বিমান নিজেদের আকাশ সীমায় নিষিদ্ধ করেছিলো রাশিয়া।