নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ওয়াহিদুজ্জামান উপজেলার বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গের মতবিনিময় করেছেন।
২৭ ফেব্রুয়ারী রবিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস ছামাদ দুলাল, ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, উপজেলা প.প কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খান, কৃষি অফিসার মো. আব্দুল মতিন বিশ্বাস, নাগরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জসিউর রহমান, সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান রানা, নাগরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়া সহ বীর মুক্তিযোদ্ধা, ১২ ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, শিক্ষক, ইমাম, পুরোহিত ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
এ সময় ইউএনও ওয়াহিদুজ্জামান বলেন, আপনাদের সকলের সহযোগিতা নিয়ে নাগরপুরের সকল উন্নয়নে কাজ করে যাওয়ার লক্ষ নিয়ে আজ আমি পরিচিত হচ্ছি। অনুগ্রহ করে আপনারা কেউ আমাকে অনৈতিক কাজের সুপারিশ করবেন না। উন্নয়ন মূলক সকল কাজ আপনাদের সবাইকে নিয়ে করবো ইনশাআল্লাহ।