শেখ জহিরুল ইসলাম, নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৩নং নান্দাইল ইউনিয়নের ভাটিচাড়িয়া গ্ৰামের মৃত নাজিম উদ্দিনের পুত্র প্রবাসী ফরিদ মিয়াকে একই গ্রামের আনোয়ার হোসেন পুত্র মোঃ নূরুল হক,আজিম উদ্দিনের পুত্র মোঃ শাহজাহান, নূরুল হকের পুত্র টিপু মিয়া ও নিকু মিয়া দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত জেরে ব্যাপক অত্যাচার নির্যাতন করে আসছে শুধু তাই নয় রাস্তায় চলাফেরা বন্ধ গরু ছাগল ধান গড়ে তুলতে বাধা নিষেধ এবং খুন জখমের হুমকি দিয়ে আসছে এর জেরে ফরিদ মিয়া ও তার পরিবারের লোকজন জান ও মালের নিরাপত্তা হীনতায় ভুগছে ফরিদ মিয়ার পক্ষে নিজাম উদ্দিন গত ২৬ জানুয়ারি সুবিচার চেয়ে ময়মনসিংহ জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছে জেলা প্রশাসকের পক্ষে সহকারী কমিশনার প্রবাসী কল্যাণ শাখা হইতে গত ১৬ ফেব্রুয়ারি নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেন।
অভিযোগের কথা শুনে বিবাদী পক্ষ অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছে, ভুক্তভোগী ফরিদ মিয়া কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।