রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসায় অনড়ই রইলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘একজন সাহসী ব্যক্তি’ বলে অভিহিত করেছেন তিনি।
শনিবার বার্ষিক কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে জেলেনস্কি সম্পর্কে ট্রাম্প বলেন, ‘তিনি একজন সাহসী মানুষ, তিনি লেগে আছেন,’। সেইসঙ্গে তিনি পুতিনকে ‘স্মার্ট’ বলে প্রশংসা করার বক্তব্যের প্রতি অনড়তা প্রকাশ করেন।
ট্রাম্প বলেন, ‘সমস্যা হলো যে আমাদের নেতারা বোবা…।’ তিনি বলেন, ‘স্মার্ট’ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‘নির্বোধের মতো’ আচরণ করছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।
বাইডেনকে ‘ঢোলের মতো বাজাচ্ছেন’ পুতিন, যোগ করেন ট্রাম্প।
তিনি বলেন, ‘আমরা একটি স্মার্ট দেশ ছিলাম। এখন আমরা একটি নির্বোধ দেশ হয়েছি। আমি ক্ষমতায় থাকতে রাশিয়া আমেরিকাকে সম্মান করত। কিন্তু জো বাইডেনকে এখন ‘দুর্বল’ হিসেবে গণ্য করছে।’
ইউক্রেনে রাশিয়ার সংঘাত তার শাসনামলে ঘটতো না বলেও দাবি করেন ট্রাম্প।
সূত্র : সিএনএন