ইউক্রেনে রুশ হামলার তৃতীয় দিন চলছে। রাশিয়ার বাহিনী রাজধানী কিয়েভে প্রবেশ করেছে। তাদের লক্ষ্য কিয়েভকে দখল নেওয়া। অন্যদিকে, ইউক্রেনের বাহিনী শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে।
এমন পরিস্থিতিতে জাপানের ধনকুবের হিরোশি ‘মিকি’ মিকিতানি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন সরকারকে ৮.৭ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছেন। রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এক চিঠির মাধ্যমে এ কথা জানান। খবর জাপান টাইমসের।
ই-কমার্স জায়ান্ট রাকুতেনের এই প্রতিষ্ঠাতা এক চিঠিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে জানান, রাশিয়ান সামরিক আগ্রাসনে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তার জন্য তিনি ১০০ কোটি ইয়েন (৮.৭ মিলিয়ন ডলার) দান করবেন।
চিঠিতে তিনি লিখেন, আমি জানি আপনি ইউক্রেনের জনগণের সঙ্গে রয়েছেন। আমি বিশ্বাস করি যে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ইউক্রেনকে অন্যায্য শক্তির পদদলিত করা গণতন্ত্রের জন্য একটি চ্যালেঞ্জ।
চিঠিতে তিনি লেখেন, আমি আন্তরিকভাবে আশা করি রাশিয়া ও ইউক্রেন এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান করতে পারবে এবং ইউক্রেনের জনগণ যত তাড়াতাড়ি সম্ভব শান্তি ফিরে পাবে।