জহরুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী গণধর্ষণের ঘটনায় ধর্ষক আন্দোলন কারিদের উপর হামলাকারী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে চতুর্থ দিনেও উত্তাল বশেমুরবিপ্রবি।
আজ রবিবার (২৭ফেব্রুয়ারি)সকাল ১০.২০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন ধর্ষকদের গ্রেফতার করা হয়েছে এই জন্য আমরা র্যাবকে ধন্যবাদ দিচ্ছি এবং সেই সাথে বলতে চাই শুধু মাত্র গ্রেফতার নয় দ্রুত ট্রাইবুনালের মাধ্যমে ধর্ষকদের বিচার করে ফাঁসিতে ঝুলিয়ে শাস্তি কায়েম করতে হবে।
এই দাবির পাশাপাশি আমাদের ৪দফার অন্যতম গুরুত্বপূর্ণ দাবি, আন্দোলন কারিদের উপর হামলাকারিদের কে বিচারের আওতায় আনা, বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ধর্ষক ভিক্টিম ব্লেম বন্ধ করতে হবে।
নিরাপত্তা ও বিচারের ব্যাপারে আমরা বলতে চাই আমরা প্রশাসনের উপর আস্তা রাখতে পারছি না। কারন তাদের সানেই শিক্ষক শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে। তাই আমরা এই বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি ।
প্রসঙ্গত, বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ২৫ মিনিটের দিকে এ গণধর্ষণের ঘটনা ঘটে। যার বিচার চেয়ে শিক্ষার্থীরা প্রথমে সদর থানা এবং পরে মহাসড়ক অবরোধ করে। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর স্থানীয় ছাত্রলীগ হামলা চালিয়ে ভাইস চ্যান্সেলর সহ শিক্ষক শিক্ষার্থীদের আহত করে।
এদিকে ৬ ধর্ষককারীকে গোপালগঞ্জের বিভিন্ন স্হান থেকে আটক করেছে র্যাব।