মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের একটি হুক্কা লাউঞ্জে শনিবার ভোররাতে ১৪ জনকে গুলি করা হয়। পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে একজন মারা গেছেন এবং দুজনের অবস্থা গুরুতর।
লাস ভেগাসের পুলিশের ক্যাপ্টেন ডোরি কোরেন বলেন, স্থানীয় সময় ভোররাত ৩টা ১৫ মিনিটের দিকে গুলির ঘটনা ঘটে। প্রাথমিক তথ্যে ইঙ্গিত দেওয়া হয় যে, সেখানে একটি পার্টি ছিল। সেখানে দুজন লোক ঝগড়ায় জড়িয়ে পড়েন এবং গুলি বিনিময় করেন। এতে একাধিক লোক আহত হন।
জরুরি নম্বর ৯১১ এ ফোন পেয়ে ওই হুক্কা বারে যায় পুলিশ। কোরেন সাংবাদিকদের জানান, কাউকে গ্রেফতার করা হয়নি। প্রত্যক্ষদর্শীদের থেকে অবিলম্বে কোনো সন্দেহভাজনের বর্ণনা মেলেনি। তবে আততায়ীর খোঁজে তল্লাশি ও তদন্ত জারি আছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র : দ্য গার্ডিয়ান