শেখ জহিরুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ):
ময়মনসিংহ নান্দাইল উপজেলার রসুলপুর আলিম মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী মাদ্রাসায় যাওয়ার পথে গত ২০শে ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় ইয়াছমিন আক্তার নামে এক মাদ্রাসার ছাত্রী আহত হওয়া কে কেন্দ্র করে মাদ্রাসার পাশ দিয়ে একটি রাস্তা লক্ষীগঞ্জ টু খালকলা ওই রাস্তার গাড়ি চলাচল গতিবেগ নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন করেন মাদ্রাসা ছাত্র ছাত্রীরা।
মাদ্রাসার ছাত্রী রা বলেন আজকের এই মানববন্ধন আমার বোন ইয়াসমিন আক্তার রাস্তার দুর্ঘটনার বিচার চাই তার সাথে আমরা চাই মাদ্রাসায় আসা যাওয়ার পথে নিরাপদ সড়ক দিয়ে মাদ্রাসা এসে পড়াশোনা করতে চাই কিন্তু ওই রাস্তার উপর দিয়ে কিছু অবৈধ যানবাহন চলাচল করার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা এর প্রতিবাদে আজকের এই মানববন্ধন এই মানববন্ধনের যদি আমরা প্রকৃত বিচার না পাই ভবিষ্যতে এই মাদ্রাসার পাশ দিয়ে যাওয়ার রাস্তা উপর দিয়ে অবৈধ কোনো গাড়ি চলাচল করতে দিব না।
এ সময় বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য ছামাদ মিয়া গভর্নিং বোর্ডের সদস্য আবদুল হক তারা মিয়া, মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম, মাদ্রাসার ছাত্রী মোছাঃ তানিয়া আক্তার, সহ প্রমুখ।