রাজধানী কিয়েভের দক্ষিণাঞ্চলীয় ভাসিলকিভ নগরীর একটি সামরিক বিমানঘাঁটিতে রুশ সেনাদের প্রতিহত করার দাবি করেছে ইউক্রেন।
ভাসিলকিভ নগরীর মেয়র নাতালিয়া বালানসিনোভিচ এই দাবি করেছেন।
মেয়র নাতালিয়া বালানসিনোভিচ বলেন, “শুক্রবার রাতে ওই বিমানঘাঁটিতে নামে রুশ বিমান বাহিনীর একটি দল। তারা সেখানে হামলা চালিয়ে বিমানঘাঁটির নিয়ন্ত্রণ নিতে চায়। তবে প্রচণ্ড লড়াই শেষে রুশ সেনাদের প্রতিহত করতে সক্ষম হয় ইউক্রেনীয় সেনারা।”
তবে বর্তমানে সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন মেয়র নাতালিয়া।
সেখানে বহু হতাহত হয়েছে বলেও দাবি করেছেন নাতালিয়া। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা উল্লেখ করেননি তিনি।
উল্লেখ, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।
এরই মধ্যে রাজধানী শহর কিয়েভে পৌঁছে গেছে রুশ বাহিনী। সেখানে তুমুল লড়াই হচ্ছে ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মধ্যে। সূত্র: স্কাই নিউজ