শাহ মো জহরুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ-গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(বশেমুরবিপ্রবি) এর এক শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় ধর্ষকদের ও বিশ্ববিদ্যালয়ের আন্দোলন রত শিক্ষক, শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলার প্রতিবাদে তৃতীয় দিনেও উত্তাল বশেমুরবিপ্রবি।
আজ শনিবার (২৬ফেব্রুয়ারি)সকাল ১০.০০টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন।সংবাদ সম্মেলনে তারা বলেন গতকাল রাতে আমরা জানতে পেরেছি র্যাব ৬জন ধর্ষককারীকে গ্রেফতার করেছে। আমরা স্পষ্ট বলতে চাই শুধু মাত্র ধর্ষকদের গ্রেফতার করলে আমাদের আন্দোলন বন্ধ হবে না। যতক্ষন পর্যন্ত চার দফার পতিটি দফার বাস্তবায়ন করা হবে না ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো
তারা আরো বলেন অতি দ্রুত ধর্ষকদের বিচার করে তাদের শাস্তি বাস্তবায়ন করতে হবে।
জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সামনে শিক্ষক, শিক্ষার্থীদের উপর যে বর্বর হামলা করা হয়েছে তারো দ্রুত বিচার করতে হবে এবং সম্পূর্ণ ঘটনার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। প্রধানমন্ত্রী এই ঘটনার যে ফয়সালা দিবেন আমরা তা মেনে নিব
সাধারণ শিক্ষার্থীরা তাদের ৪ দফা দাবি তুলে ধরেন। দাবীসমূহ হলো:
১। ধর্ষকের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার, শনাক্ত করে নাম প্রকাশ ও অতি দ্রুত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড/ ফাঁসি কার্যকর করতে হবে।
২। ধর্ষকের বিচারের দাবিতে আন্দোলনরত, উপাচার্য শিক্ষক-শিক্ষার্থীর ওপর ন্যক্কারজনক হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।
৩। ধর্ষণের ঘটনার আন্দোলনরত উপাচার্যসহ, শিক্ষক, শিক্ষার্থীদের শিবির বলা। হামলার স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের অবস্থান সরাসরি প্রধানমন্ত্রীকে অবহিত করতে হবে।
৪। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
জানা যায় গত বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ২৫ মিনিটের দিকে গোপালগঞ্জ জেলা স্কুলের নির্মাণাধীন ভবনে ধর্ষণের ঘটনা ঘটে। ওই শিক্ষার্থী তার বন্ধুর সঙ্গে গোপালগঞ্জ সদরের নবীনবাগ হেলিপ্যাডের সামনে থেকে হেঁটে আসছিলেন। পথিমধ্যে একটি অটো থেকে তাদের তুলে নেওয়া হয়। পরে ৭/৮ জন মিলে তাদের গোপালগঞ্জ জেলা স্কুলের নির্মাণাধীন ভবনে নিয়ে ওই বন্ধুকে মারধর করে এবং ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব