ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।
এদিকে, রাশিয়ার এক হয়ে যুদ্ধে জড়াতে ইউক্রেনে সৈন্য পাঠাতে কাজাখস্তানের প্রতি অনুরোধ জানিয়েছিল রাশিয়া। তবে রুশ সরকারের সেই অনুরোধ প্রত্যাখান করেছে কাজাখস্তান।
একই সঙ্গে রাশিয়া কর্তৃক ইউক্রেনের দুই অঞ্চল- ডোনেটস্ক ও লুহানস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেবে না বলেও জানিয়ে দিয়েছে সাবেক সোভিয়েত ইউনিনের এই দেশ।
কাজাখস্তান রাশিয়ার ঐতিহ্যবাহী মিত্র। তাদের কাছ থেকে রাশিয়ার বিরুদ্ধে এই ধরনের সাড়াকে ‘আশ্চর্যজনক উন্নয়ন’ আখ্যা দিয়ে কাজাখস্তানের প্রতি সমর্থন ব্যক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সূত্র: স্কাই নিউজ