ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।
গত দুই দিনের যুদ্ধের ভয়াবহতা দেখে দেশ ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার ইউক্রেনীয়। তারা পার্শ্ববর্তী দেশ রোমানিয়া ও পোল্যান্ডে পালিয়ে যাচ্ছেন।
শুক্রবারের নতুন উপগ্রহচিত্রে দেখা গেছে রোমানিয়ায় পালিয়ে যাচ্ছে হাজার হাজার ইউক্রেনীয়। দেশটির সিরেত সীমান্ত এলাকায় দীর্ঘ সাড়ে ছয় কিলোমিটার দীর্ঘ গাড়ির সারি ও যানজটের চিত্র ধরা পড়েছে মার্কিন সংস্থা ‘ম্যাক্সার টেকনোলজিস’ এর স্যাটেলাইট ক্যামেরায়। সূত্র: সিএনএন