রিয়াদ, কুষ্টিয়া প্রতিনিধি-
কালের পরিক্রমায় অনেকটা হারিয়ে যেতে বসেছে গ্রাম-বাংলার ঐতিহ্য ঘোড়া ঘাড়ি ও মহিষের গাড়ি দৌড় প্রতিযোগিতা। হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনতে কুষ্টিয়ার কুমারখালীতে ঐতিহ্যবাহী বিলুপ্ত প্রায় মহিষের গাড়ি ও ঘোড়ার গাড়ি দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর চরে এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জানা গেছে, দয়ারামপুর সর্দারপাড়া যুব সংঘের আয়োজনে শুক্রবার বিকেলে এই আয়োজন করা হয়৷ এসময় ইকবাল সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আজম হান্নান। এছাড়া বিশেষ অতিথি ছিলেন কুমারখালী থানার সাব ইন্সপেক্টর নজরুল ইসলাম, খাইরুল ইসলাম প্রমুখ। দৌড় প্রতিযোগিতায় ঘোড়ার গাড়ি ৪ টা ও মহিষের গাড়ি ৪ টা অংশ গ্রহণ করে। এবং দয়ারামপুরের সাহেব সর্দার মহিষের গাড়ি নিয়ে প্রথম ও একই গ্রামের আকাশ ইসলাম ঘোড়ার গাড়ি নিয়ে দ্বিতীয় হয়েছেন। প্রতিযোগীতায় প্রথম পুরস্কার সোফাসেট ও দ্বিতীয় পুরস্কার খাট ছাড়াও অংশ গ্রহণকারী প্রতিটি দলকে শান্তনা পুরস্কার দেয়া হয়।
প্রধান অতিথি ফারুক আজম হান্নান বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা বিলুপ্ত প্রায়। এখন ঘোড়া ও মহিষের গাড়ি তেমন দেখা যায় না। পুরাতন ঐতিহ্য ধরে রাখতে তারা এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছেন।