সুুনামগঞ্জ প্রতিনিধিঃ
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, উন্নয়ন ও শান্তির জন্য আগামী নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে হবে। শেখ হাসিনার সরকার ছাড়া দেশের উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, একটি দল ভোটে আসবেনা ও নিবার্চন করতে দেবেনা বলছে। কিন্ত ভোট ছাড়া ক্ষমতায় যাওয়ার কোন সুযোগ নেই। নির্বাচনে না এসে নির্বাচন হতে দেয়া যাবেনা এরকম গায়ের জোরে কথা বলে এদেশের ক্ষমতায় আসার দিন শেষ। ক্ষমতায় আসতে হলে জনগণের রায় নিয়ে আসতে হবে। নিত্যপণ্য নিয়ে চাঁদাবাজি, সিন্ডিকেট করা যাবে না। করলে শক্তহাতে দমন করে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রন করবে সরকার। তিনি বলেন, সরকার দেশের সকল নাগরিকদের ভাতার কথা ভাবছে। যদিও বয়স্ক, বিধবা ও পঙ্গু ভাতাসহ সরকার বিভিন্ন ভাতা প্রদান করে আসছে। এতে উপকার পাচ্ছে মানুষ। প্রতি মাসে কিছু টাকা জমা রাখলে ৬০ বছর বয়সে ভাতার ব্যবস্থা করা হবে। অন্তত পক্ষে কেউ না খেয়ে মরবেনা, ডাল ভাত খেতে পারবেন। প্রধানমন্ত্রী দেশের প্রান্তিক মানুষের কথা চিন্তা করে দিনরাত কাজ করছেন। ইতোমধ্যে সারা দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেছে বিদ্যুতের আলো। যা অন্যান্য সব দেশে আজও সম্ভব হয়নি।
আমরা পদ্মা সেতুর তৈরি করেছি, আরো হবে। সাগরের নীচ দিয়েও রাস্তা তৈরি হবে। শহর গ্রামের মধ্যে কোন প্রার্থক্য থাকবেনা। এসময় মন্ত্রী এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে এখানে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্থাপনে সহযোগিতা করার আস্বাস দেন। শুক্রবার সকালে ছাতক উপজেলার সৈদেরগাঁও ইউনিয়নে ৮৫ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত লক্ষিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয় মাঠে শিক্ষানুরাগী কমিউনিটি নেতা আলহাজ্ব গয়াছুর রহমানের সভাপতিত্বে ও এইচ এম শহীদুল হক শামিম এবং মাহফুজুর রহমান মাসুমের যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। তিনি বলেন, মানুষের যাতায়াতের সুবিধার জন্য বটেরখালে সেতু হবে। লক্ষীপুর এলাকায় একটি হাইস্কুলের প্রয়োজন রয়েছে। এসময় সাংসদ মানিক বাস্তবতার নিরিখে ছাতক-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রুটে রেলপথ নির্মাণে পরিকল্পনা মন্ত্রীর সহযোগীতা কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ বলেন, বর্তমান সরকারের আমলে দেশ উন্নয়নের মহাসড়কে রয়েছে। এই ধারার সাথে সিলেটকে এগিয়ে নিতে পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের ঐক্যের বিকল্প নেই। তারা ঐক্যবদ্ধ থাকলে সিলেট বিভাগে আরও উন্নয়ন সাধিত হবে। বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, ছাতক পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, অধ্যক্ষ সুজাত আলী রফিক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন পিপিএম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, পৌর সভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, গোবিন্দগঞ্জ -সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়া। এদিকে বিকালে ভাতগাও ইউনিয়নের হায়দরপুরের একটি কমিউনিটি সেন্টারে ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়ার সভাপতিত্বে যুক্তরাজ্যস্থ ছাতক এডুকেশন ট্রাস্ট এবং মোহাম্মদ গয়াছ মিয়া ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে ৬ষ্ট শ্রেনী থেকে ১০ম শ্রেনী পর্যন্ত মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও সমমানের কওমী মাদ্রাসার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে বৃত্তি প্রাপ্তদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন মন্ত্রী মান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। এসময় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক এবং ট্রাস্টের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷