রিয়াদ, কুষ্টিয়া প্রতিনিধি-
কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া এলাকার যুব সমাজের ক্রিয়া সংগঠন শান্তি সংঘ ক্লাবের আয়োজনে “শান্তি সংঘ ফুটবল টুর্নামেন্ট ২১-২২ এর ১২ তম আসরের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ শে ফেব্রুয়ারী) বিকাল ৪ টার সময় ছেঁউড়িয়া বাউল সম্রাট লালন একাডেমীর মাঠ প্রাঙ্গনে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা দেখতে হাজার হাজার মানুষ মাঠে অংশ গ্রহন করেন।
গত ২০২১ সালের ২২ শে অক্টোবর থেকে শুরু হয়
শান্তি সংঘ ফুটবল টুর্নামেন্টের খেলা। মোট ৩২ টি দলের মধ্যে রিপন খেলা ঘর ও জাফর স্মৃতি সংঘ দল ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন। খেলায় ড্র হওয়ায় ট্রাইফিকার শটে ৩-১ গোলের মাধ্যমে বিজয়ী হয় রিপন খেলাঘর দল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলার ৬ নং চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মনজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সদস্য সেলিম হক, কুষ্টিয়া জজ কোর্টের অতিরিক্ত পি,পি এডভোকেট শহিদুল ইসলাম, বাধবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ জামাল মৃধা, চাপড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রউফ, চাপড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান মিজু, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার এসএম রাশেদ, দৈনিক লাখোকন্ঠ পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি সামরুজ্জামান (সামুন), দৈনিক আজকের আলো পত্রিকার রিপোর্টার রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া জেলা স্বর্ণ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, অবহেলিত আদি কৃষি পুনর্বাসন কেন্দ্রের চেয়ারম্যান আলাউদ্দিন আল-মিন, বিশিষ্ট সমাজসেবক আসাদুর রহমান শাহীন, কুমারখালী উপজেলার মৎস্যজীবী লীগের সভাপতি ইমরুল হক লিংকন, বাংলাদেশ যুব অধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র যুগ্ন-আহবায়ক আলমাস হাসান মামুন সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গরা।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের ফুলেল তোরা দিয়ে বরন করে নেন শান্তি সংঘ ক্লাবের সদস্যরা।
উক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শান্তি সংঘ ক্লাবের সহ-সভাপতি মোঃ আক্তারুজ্জামান চন্টু।
অনুষ্ঠানের শেষে বিজয়ী রিপন খেলা ঘর দলের হাতে চ্যাম্পিয়ন কাপ এবং জাফর স্মৃতি সংঘ দলের হাতে রানারস আপ কাপ পুরস্কার তুলে দেন প্রধান অতিথি এনামুল হক মনজু সহ উপস্থিত অতিথিবৃন্দরা।