স্টাফ রিপোর্টার : নেত্রকোনা থেকে অপহৃত যুবক নোমানকে (২১) ফেনী জেলা থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ভূক্তভোগীকে নেত্রকোনার দুর্গাপুর থানায় আনা হয়েছে। এরআগে গত বুধবার রাত ৮টার দিকে ফেনীর পরশুরাম থানা পুলিশে সহায়তায় নেত্রকোনা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথদল সীমান্তবর্তী জয়ন্তপুর এলাকা থেকে তাকে উদ্ধার করে। পরে রাতেই পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়।
এতথ্য নিশ্চিত করেন দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মীর মাহবুবুর রহমান ও জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ।
নোমান দুর্গাপুরের বাকলজোড়া ইউনিয়নের পাটলী গ্রামের শুকুর আলীর ছেলে। গত সোমবার ভূক্তভোগীর বাবা দুর্গাপুর থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন।
নোমানের বাবার অভিযোগ, তার ছেলে নোমান গাজীপুরের কোনাবাড়ি এলাকায় রিকশা চালাতো। গত ১৭ ফেব্রুয়ারি নোমান গ্রামের বাড়িতে আসে। ওইদিন বিকেলেই প্রতিবেশী বাদশা মিয়া কাজ দেয়ার কথা বলে তাকে ফেনীতে নিয়ে যায়। পরেরদিন ভূক্তভোগী মুঠোফোনে তার ছোট বোন নুরজাহানকে জানায় তাকে অপহরণ করে শারীরিক নির্যাতন এবং এক লক্ষ ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করছে। এছাড়াও লাবু মিয়া নামে অপর এক ব্যক্তি নোমানের বড় ভাই শামীমকে ফোপন ওই পরিমাণ টাকা মুক্তিপণ পাঠাতে বলে। অপহরণকারীরা নোমানের মারধরের ভিডিও ও ছবিও পাঠায় শামীমের ইমো নম্বরে পাঠায়।
ডিবির এসআই ফরিদ আহমেদ জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণ চক্রের সদস্যরা সীমান্ত পেরিয়ে ভারতে দিকে চলে যায়।
দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মীর মাহাবুবুর রহমান বলেন, এ ঘটনায় আটক বাদশা মিয়া এখন আমাদের হেফাজতে রয়েছে। নোমানকে আরও জিজ্ঞাসাবাদ করে প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।